টেকনাফে সৈকত উপকূল থেকে সাগর পথে মালয়েশিয়াগামী নারী ও শিশুসহ ১৬ জন রোহিঙ্গাকে স্থানীয় জেলেদের সহায়তায় আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া সৈকতের তীর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার তসলিমা (১৮) ছেনোয়ারা (২৮) শেহেলা (৭) শাহা নুর (৪০) ছমুকা বিবি(৮) সাজিদা (৩৩) নজির আহমদ (২৮ ) মো: আতিক (২৩) বালুখালিরর জোহুরা (১৮) ইমরান (২২) নুর আয়েশা (১৮) ফারবিন (১৮) জাহেদা (৪০) ওম্মে জমিলা (১৬) ফাতেমা (১৮)। তারা সবাই দুই বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল।
এ আটকের বিষয়টি নিশ্চত করে কোস্টগার্ড টেকনাফ ষ্টেশন কমান্ডার লে. সোহেল রানা জানান, সাগর পথে মালয়েশিয়া পাড়ি দিতে টেকনাফ সদরের হাবিবছড়া সৈকত এলাকায় একদল রোহিঙ্গা নারী পুরুষ মালয়েশিয়া যাবার প্রস্তুতি নিচ্ছিল, এমন খবর পেয়ে স্থানীয় জেলেরা তাদের বাঁধা প্রদান করে। পরে এ খবরে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়।
তিনি জানান, আটকদের মধ্যে ১০ নারী ও দুই শিশু ছিল। আটক রোহিঙ্গারা দালালের মাধ্যমে সাগর পথে মালয়েশিয়া যাচচ্ছিল বলে স্বীকার করেছে। তবে পাচারে কারা সহযোগিতাকারী তাদের চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া হচেছ। আটক রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হন্তান্তর করে আইনী ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন।