টেকনাফকে মাদকমুক্ত করতে একযোগে কাজ করার আহবান

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

মাদকের দূর্নাম থেকে পরিত্রান পেতে চাই, টেকনাফকে মাদকমুক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নূরুল আলম।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে টেকনাফে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি তাদের ভুমিকা রাখতে হবে। প্রতিটি ওয়াডে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সম্পৃক্ত করে মাদক নিমূলে কাজ করতে হবে। তাছাড়া প্রতি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ সকল স্থরের লোকজনের সমন্বয়ে মাদক বিরোধী সভা করার আহবান জানায়।

সোমবার ৯ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্টিত আইন শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আহমদ, মহিলা তাহেরা আক্তার মিলি, মেয়ার মোহাম্মদ ইসলাম, টেকনাফ মডেল থানার পরির্দশক রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, মৌলভী আজিজ উদ্দিন, রাসেদ মোহাম্মদ আলী প্রমুখ।

চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, টেকনাফে আশ্রিত রোহিঙ্গা শিবিরে নজরদারী বাড়াতে হবে। রোহিঙ্গারা যাতে ছড়িয়ে পরতে না পারে, সে জন্য চেকপোষ্টতে আইনশৃঙ্খলাবাহিনীর জনবল বাড়াতে হবে। এছাড়া হ্নীলায় আন্তজার্তিক অভিবাসন সংস্থার (আইওএম) এর গুদাম ঘরে কয়েক শতাধিক রোহিঙ্গা শ্রমিক কাজে নিয়োজিত। ফলে স্থানীয় শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে উল্লেখ করে নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল হাসান বলেন, যানযট নিরসন, সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল দখল মুক্ত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব বিষয়ে শ্রীঘ্রই বাস্তবায়ন রুপ নিবে।