র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এর হাতে আটক কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনুর বাসা থেকে বিদেশি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার রাতে শুলকবহর এলাকা থেকে টিনুকে আটকের সময় তার সাথে থাকা জসিম (২৮) নামে এক সহযোগীকেও আটক করা হয়।
এ সময় টিনুর কাছ থেকে ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
পরে তার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তাকে র্যাবের চান্দগাঁও কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে তাকে থানার দায়িত্বে দেওয়া হবে, বলেন তিনি।