জি কে শামীমের অফিস থেকে বিপুল পরিমাণ টাকা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার

রাজধানীর নিকেতনে যুবলীগ নেতা জি কে শামীমের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও মদের বোতল ও অস্ত্র পেয়েছে র‌্যাব। ছবিঃ সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাজধানীর নিকেতনে যুবলীগ নেতা জি কে শামীমের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা, স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ, ডলার (মার্কিন যুক্তরাষ্ট্র), বিদেশী মদের বোতল ও অবৈধ অস্ত্র পেয়েছে র‌্যাব। এখনো অভিযান চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নগদ ১০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমানে এফডিআর ও ডলার (মার্কিন যুক্তরাষ্ট্র) জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টা থেকে জি কে শামীমের নিকেতনের ডি ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাসা ঘিরে ফেলে র‌্যাব। এর আগে নিকেতন এলাকাতে জি কে শামীমের আরেকটি বাসা থেকে তাঁকে ডেকে আনা হয়। পরে তাঁকে আটক করেই অভিযান চালায় র‌্যাব।