জিপিএইচ ইস্পাত কারখানায় শ্রমিক দগ্ধ

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাতের কারখানায় লোহার গলিত পদার্থ ছিটকে পড়ে মো. আরিফ (১৮) নামের এক শ্রমিক দগ্ধ হয়েছেন।

তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার ক্ষির মন্দির এলাকার আল আমিন হাওলাদারের ছেলে।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে।

দগ্ধ শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ।

চমেক পুলিশ ফাঁড়ির ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় লোহা গলানোর কাজ করার সময় তরল পদার্থ ছিটকে দগ্ধ হন এক শ্রমিক। আহতবস্থায় তাঁকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন।

এর আগেও জিপিএইচ ইস্পাত কারখানায় এ ধরনের ঘটনা ঘটেছে।

তাছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অভিযোগ। তারমধ্যে উল্লেখযোগ্য- চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় হতে প্রবাহিত পানির ঝিরিতে বাঁধ নির্মাণ করেছে জিপিএইচ ইস্পাত কারখানা। বন বিভগের জায়গা দখল করে ঝিরিতে বাঁধ নির্মাণ করায় এলাকা জুড়ে দেখা দিয়েছে পানি সংকট। ফলে পানির অভাবে প্রাণীকুল হুমকীতে পড়ে বিলুপ্তির মুখে পড়েছে জীব বৈচিত্র ও আধিবাসী সম্প্রদায়ের কয়েক’শ পরিবার।

বিভিন্ন সুত্রে জানা যায়, সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় পাহাড়ের গভীর অরন্যে ঝিরির মুখে পাহাড় কেটে বালুর বস্তায় ভরে বাঁধ তৈরী করে পানির গতি পথ পরিবর্তন করে জিপিএইচ ইস্পাত কারখানার দিকে করে নিয়েছে। এর ফলে এলাকাজুড়ে তৈরী হয়েছে তীব্র পানি সংকট। আর পানি সংকটের কবলে পড়ে আদিবাসী কয়েক’শ পরিবার ও বন ভূমিসহ প্রাণীকূল হুমকীতে পড়ায় ভবিষ্যতে বনাঞ্চল রক্ষা কঠিন হয়ে উঠতে পারে বলে আশংকা করেছেন স্থানীয় বন বিভাগ কর্মকর্তারা।