স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জননেতা এম এ মান্নান এর ১০ম মৃত্যুবার্ষিকীতে চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে জননেতা এমএ মান্নানের কবরে ফুল দিয়ে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্র সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, আবদুচ ছালাম, ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷