সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘চিকা মারা‘কে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর সব হলের দেয়াল লিখন মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিকেলে হলের ‘চিকা মারা‘ মুছে দেয় প্রক্টরিয়াল বডি।
গত শুক্রবার রাতে এ এফ রহমান হলে ‘চিকা মারা’কে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের ১২ জন নেতাকর্মী আহত হন। বিবাদমান দুটি গ্রুপ হলো ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও বিজয়। শুক্রবার রাতে সংঘর্ষ চলাকালীন রামদা ও অস্ত্র নিয়ে এ.এফ. রহমান হলে মহড়া দেওয়ার সময় সহকারী প্রক্টর শাহরিয়ার বুলবুল ও সাংবাদিকদের উপর রামদা নিয়ে চড়াও হয় এই দুই গ্রুপের নেতাকর্মীরা। এছাড়া হলের কয়েকটি রুমও ভাঙচুর করে তারা।
এ বিষয়ে সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস বলেন, ‘সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে আমরা সব হল থেকে দেয়াল লিখন মুছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে। হলের দেয়ালে আর কাউকে নতুন করে চিকা মারতে দেওয়া হবে না।’