সিপ্লাস প্রতিবেদক: ৯ বছর বয়সী কন্যাসহ করোনায় আক্রান্ত হয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) বিআইটিআইডি ল্যাবে তার পরিবারের ১৩ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের নেগেটিভ ও দুইজনের পজিটিভ আসে। পজিটিভ হন চেম্বার পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন ও তার ৯ বছরের কন্যা আলিনা ইসলাম চৌধুরী।
অহীদ সিরাজ চৌধুরী জানান, তিনদিন আগে শরীরে জ্বর আসে। এরপর নমুনা দিই। তার মধ্যে আমি এবং আমার মেয়ের ফল পজিটিভ আসে। তবে দু’জনেই বর্তমানে সুস্থ আছি। আপাতত বাসায় অবস্থান করছি। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।