বাসায় কাজ করতে আসা এক মিস্ত্রিকে পায়ে চুমু খেতে বাধ্য করার মামলায় সৌদি রাজকন্যা হাসা বিনতে সালমানকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের আদালত।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের মেয়ে হাসা বিনতে সালমান ২০১৬ সালে প্যারিসের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ওই মিস্ত্রিকে পায়ে চুমু খেতে বাধ্য করেছিলেন।
পাইপ ঠিক করতে আসা ওই মিস্ত্রিকে পায়ে চুমু খেতে বাধ্য করাসহ তাকে আটকে রেখে মারধর করেন সৌদি রাজকন্যা ও তার দেহরক্ষী।
বৃহস্পতিবার যখন রায় ঘোষণা করা হয় তখন আদালতে উপস্থিত ছিলেন সৌদির ডি-ফ্যাক্টো নেতা যুবরাজ সালমানের এই বোন।