চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তীর নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সের সহায়তায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেনঃ উপজেলার হারালা এলাকার মুনাফের ছেলে ৭ বছরের সাজাপ্রাপ্ত জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মোঃ মোসলেম মিয়া (৫০), পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে ৪টি সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মোঃ সেলিম (৩০), মধ্যম কাঞ্চননগর এলাকার মৃত মফজল হোসেনের ছেলে আবু সৈয়দ (৩৫) ও আমির হোসেন, সাতবাড়িয়া নগরপাড়া এলাকার কবির আহম্মদের ছেলে রোমান উদ্দিন (৩৪)।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী বলেন, “গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।