“নিজে সেবা নিন, অন্যকে সেবা নিতে উৎসাহিত করুন” এই শ্লোগানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমান থেরাপি ভ্যানের মাধ্যমে প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) চন্দনাইশ উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে থেরাপি ভ্যানে অবস্থিত ভ্রাম্যমাণ হাসপাতালে অটিজম সংক্রান্ত সেবা, প্রতিবন্ধীদের ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ এ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দেওয়া হয়।
এছাড়া বাত ব্যথা, প্যারালাইসিস, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, হাটুর ব্যথা, আঘাতজনিত ব্যথা, হাত-পা অবশ হওয়া, হাত-পা শুকিয়ে যাওয়া, মুখ বেকে যাওয়া সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডাঃ মোছাম্মৎ জুবাইদুন্নেছা, থেরাপি সহকারি মোঃ মঈন খান, স্টাফ মোঃ খলিলুর রহমান। চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, “থেরাপি ভ্যানের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য উপজেলার তালিকাভুক্ত প্রতিবন্ধীদের আগেই অবহিত করা হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত প্রায় ২ শতাধিক প্রতিবন্ধীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানান তিনি