চন্দনাইশে মুহাম্মদ ইয়াছিন সাকিব (১৩) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে তাকে কোথাও খুজে না পাওয়ায় বুধবার (১৮ সেপ্টেম্বর) থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মা সেলি আকতার।
সে চন্দনাইশ উপজেলার উপজেলার বরমা ইউনিয়নের পশ্চিম কেশুয়ার জসিম উদ্দিনের পুত্র।
নিখোঁজ সাকিবের গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, লম্বা অনুমান ৪ফুট। তার চুল কালো ও ছোট। তার পরনে ছিলো সাদা পাঞ্জাবী ও মাথায় টুপি ছিলো।
নিখোঁজ সাকিবের বাবা সিপ্লাসকে বলেন, তিনমাস আগে থেকে সাকিব কেশুয়া খানেকায়ে ইবতেদায়ী মাদরাসা ও এতিমখানায় হফেজি পড়ে আসছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে পাঁচটায় মাদরাসার শিক্ষক আমাকে ফোনে জানায় সাকিবকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
এরপর থেকে গত দুইদিন ধরে তাকে হন্ন হয়ে খুঁজছি।
কোনো হৃদয়বান ব্যক্তি আমার ছেলের সন্ধান পেলে এই নাম্বারে (০১৮৩৮৬৭৫০৫৬, ০১৭০০৬৬০৫৪৬) যোগাযোগ করার জন্য অনুরোধ রাইলো।