চন্দনাইশে কাঠের পাটাতনের সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত

চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের নিশিকান্ত খালের উপর কাঠের সেতু-প্রতিনিধি
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের চর বরমা-বাইনজুরী সড়কে চাঁনখালী খালের শাখা নিশিকান্ত খালের উপর নির্মিত সেতু চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অন্য কোন উপায় না থাকায় ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায় নিশিকান্ত খালের উপর কাঠের পাটাতনের সেতুটি নির্মাণ করা হয় ১৯৯৫ সালে। সেতুটির বিভিন্ন স্থানে পাটাতনের কাঠগুলো বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে ভেঙ্গে পড়েছে খালে। বেশ কয়েকটি কাঠ নিচে পড়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে সেতুটি এতটাই ঝুঁকিপূর্ণ যে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

দীর্ঘদিনেও সেতুটির সংস্কার কাজ না হওয়ায় স্কুল-কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতের পাশাপাশি হাট বাজার সহ বিভিন্ন প্রয়োজনে এলাকার সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে।

চর বরমা ও বাইনজুরী এলাকার মানুষ কৃষিনির্ভর। এখানকার কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করার জন্য ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে পারাপার হতে গিয়ে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছেন।

দ্রুততম সময়ে ঝুঁকিপূর্ণ কাঠের পাটাতন অপসারণ করে সংস্কার করার পাশাপাশি এখানে একটি পাকা সেতু নির্মাণ করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মঃ বিল্লাল হোসেন বলেন, “নিশিকান্ত খালের উপর কাঠের পাটাতনের সেতুর স্থলে পাকা সেতু নির্মাণের জন্য ডিজিটাল সার্ভে করা হয়েছে, ডিজাইন হচ্ছে। অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে শীঘ্রই সেতু নির্মাণ করা হবে।