ঢাকা থেকে চট্টগ্রামে আসা চট্টগ্রাম মেইল ট্রেন থেকে সত্যজিৎ সাহা (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন এলে তার লাশটি উদ্ধার করা হয়।
সত্যজিৎ সাহার বাড়ি নরসিংদীতে। চট্টগ্রামে তিনি কাপড়ের ব্যবসা করতেন। শনিবার রাত ১২টা ৩০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম মেইল ট্রেনে চট্টগ্রামে আসছিলেন।
সীতাকুণ্ড স্টেশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আরব আলী বলেন, ঢাকা থেকে ট্রেনে ওঠার পর তিনি ঘুমিয়ে পড়েন। নাড়াচাড়া করতে না দেখে পাশের সিটের যাত্রী অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় সীতাকুণ্ড স্টেশনে পুলিশকে অবহিত করলে মরদেহটি উদ্ধার করা হয়।
সত্যজিৎ সাহার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।