চট্টগ্রামে শিশু অপরাধীর হাতকড়া খুলে দেয়ার নির্দেশ দিলেন আদালত

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চট্টগ্রামে এক শিশু অপরাধীর হাতকড়া খুলে দেয়ার আদেশ দিয়েছে আদালত।

এম ই এস কলেজের সামনে গত ২৬ আগষ্ট সানি হত্যা মামলার( খুলশী থানার মামলা নং ৩৬(৮)১৯,ধারা-৩০২/৩৪ দঃবিঃ ) এজাহার বহির্ভুত শিশু অপরাধী সাব্বিরকে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

নারী ও শিশু ট্রাইব্যুনাল ৭ আদালতে শুনানী করার সময় সিনিয়র আইনজীবী এড শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আদালতে উপস্থাপন করেন,শিশু অপরাধীকে গাজীপুর শিশু সংশোধনাগারে রাখার আদালতে আদেশ থাকা সত্বেও তা অমান্য করে শিশুকে জেলা কারাগারে রেখে দিয়ে আইনের ব্যত্যয় ঘটানো হয় বলে আদালতের দৃষ্টি আকর্ষন করা হলে বিচারক জেল কতৃপক্ষকে শো-কজ প্রদান করেন এবং স্বশরীরে উপস্থিত হয়ে জেল কতৃপক্ষকে আগামী ৭ দিনের মধ্যে কারন দর্শানোর নির্দেশ প্রদান করেন।

শিশু অপরাধীকে হাতে হ্যান্ডক্যাপ পড়িয়ে আদালতে উপস্থাপন করা হলে তা আদালতের নজরে আনা হলে সাথে সাথে বিজ্ঞ আদালতে পুলিশকে হাতকড়া খোলে দেয়ার কড়া নির্দেশ দেন।