চট্টগ্রামে বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর অভিযোগে চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৪ এ মামলাটি দায়ের করেন ।

এ ব্যাপারে মামলার বাদী নুরুল আলম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পূর্বেও ষড়যন্ত্রকারীরা এভাবে হত্যার হুমকী দিয়েছিলো। আমরা আশংকা করছি, রাজকাহন নামক টকশোতে প্রকাশ্যে আলোচনায় প্রধানমন্ত্রীকে প্রাণনাশের যে হুমকী, সেটি আরো একটি ১৫ আগষ্টের পুনরাবৃত্তির আবাস।

তিনি অভিযুক্ত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান।

মামলার আইনজীবি ও চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী সিপ্লাসকে বলেন, একটি রাষ্ট্রের সরকার প্রধানকে সরাসরি হত্যার হুমকী, রাষ্ট্রদ্রোহিতার শামিল।

মহামান্য আদালত অভিযোগটি আমলে নিয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে আইনানুগ প্রক্রিয়ায় অনুমতি নিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা হিসেবে লিপিবদ্ধ করার ইঙ্গিত প্রদান করেন।

প্রসঙ্গত, গত সোমবার রাতে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের রাজকাহন টকশোতে অংশগ্রহণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ওই চ্যানেলে দুদু বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন, সেভাবে শেখ হাসিনাও বিদায় হবেন।’ পরে এ বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।