স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে চট্টগ্রামে চিকৎসকরা বায়োমেট্রিক হাজিরা বয়কট করেছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসকরা বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেননি।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসকদের উপস্থিতি এবং কর্মস্থল ত্যাগের সময় রেকর্ড করতে বায়োমেট্রিক হাজিরা (বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে) চালু হয়। কিন্তু সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে চিকিৎসকদের পদন্নোতির জন্য বায়োমেট্রিক হাজিরার প্রতিবেদন চাওয়া হয়। এ ধরনের নিয়ম অন্য কোন পেশার ক্ষেত্রে প্রযোজ্য নয়।এটি সম্পূর্ণ বৈষম্যমূলক সিদ্ধান্ত। তাই এ সিদ্ধান্তের প্রতিবাদে আমরা বায়োমেট্রিক হাজিরা বয়কট কর্মসূচি পালন করেছি।