সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।তবে এসময়ে চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি।
সোমবার(২৩ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিন ২ হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ।
নতুন শনাক্তদের মধ্যে ৬৭৭ জন নগরীর এবং ৩১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ১২ হাজার ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮১ হাজার ৮৬১ জন নগরীর এবং উপজেলার ৩০ হাজার ২৫১ জন।
এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪৩ জনের মধ্যে ৭২৮ জন মহানগর এবং ৬১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।