চকরিয়া-পেকুয়ার অসচ্ছল ৩৩ জন নারী-পুরুষ পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য জাফর আলমের আবেদনের প্রেক্ষিতে আবারও দুইজন মুক্তিযোদ্ধাসহ দুই উপজেলার ৩৩জন অসচ্ছল নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ২৭ লাখ ৪০ হাজার টাকা অনুদান তুলে দেয়া হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে পালাকাটাস্থ বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের আর্থিক এ অনুদানের চেক তুলে স্থানীয় সংসদ সদস্য জাফর আলম।

অনুদানের চেক প্রাপ্তদের মধ্যে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি মাদরাসা পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউছুপের ছেলে মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমদকে ৩ লাখ টাকা ও উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বাসিন্দা মৃত আবদুল হাদীর ছেলে মুক্তিযোদ্ধা নজির আহমদকে ৩ লাখ টাকার অনুদানের চেক তাদের হাতে তুলে দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার কাউন্সিলর জামাল উদ্দিন, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আজাদ, পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন, চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কাশেম।