কক্সবাজারের চকরিয়ায় শহীদ মিনার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “পরিবর্তন চাই” এর সদস্যরা। ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় বিজয় মঞ্চ সংলগ্ন এ অভিযানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র জনাব আলমগীর চৌধুরী ।
পরিবর্তন চাই চকরিয়ার সমন্বয়ক সাংবাদিক এইচ এম রুহুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সায়েদ হাসানের নেতৃত্বে সদস্যরা। বিএনসিসি চকরিয়া কলেজের সার্জেন্ট মিনারুল হকের নেতৃত্বে বিএনসিসি , বমুবিলছড়ি রক্তদান সংগঠনের নুরুল আবছার, টিআইবি ইয়েস সদস্য আরমান মাহমুদ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বৃন্দ ।
এসময় পৌর মেয়র আলমগীর চৌধুরী বলেন, পরিস্কার পরিচ্ছন্ন ঈমানের একটি অংশ, নিজের এলাকা নিজ হাতে পরিস্কার করতে পারাটা গর্ভের বিষয়, তাই সকলে নিজেদের আঙ্গিনা নিজেরা পরিস্কার রাখার চেষ্টা করি,এতে করে চলমান ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে ।
মেয়র আরো বলেন, এমন একটি সুন্দর কর্মসূচী গ্রহণ করার জন্যে পরিবর্তন চাই সহ অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ।
পরিবর্তন চাই চকরিয়ার সমন্বয়ক এইচ এম রুহুল কাদের বলেন, সারাদেশব্যপী পরিবর্তন চাই এর উদ্যোগে “দেশটাকে পরিস্কার করি দিবস” উদযাপন হচ্ছে । আমরাও চকরিয়াকে সেবার মাধ্যমে পরিবর্তন করার প্রয়াস নিয়ে গতবারের ন্যায় এইবারও পরিস্কার অভিযান কর্মসূচী পালন করছি ।