প্রাথমিক শিক্ষ অধিদপ্তরের অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ইপেক্টিভ নেক্সট মডেল (কার্যকরী বিদ্যালয়) প্রকল্পের অধীনে কক্সবাজারের চকরিয়ায় চারটি প্রাথমিক বিদ্যালয়ে ২লক্ষ ৭৫হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপজেলার চারটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাতে শিক্ষা কর্মকর্তা গুলশান আকতার এ চেক প্রদান করেন।
চেক বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.আবু জাফর, শাহরিয়ার জন্নাত, ডুলাহাজারা ইউপি প্যানেল চেয়ারম্যান ও মালুমঘাট চা-বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শওকত আলী, মাইজঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো.বেলাল উদ্দিন, চা-বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহাব উদ্দিন, দক্ষিণ বরইতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমিনুল ইসলাম, মাইজঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম রিনা, উত্তর বরইতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও শিক্ষা কর্মকর্তা কার্যালয়ের কর্মচারীরা।
অনুষ্ঠানে অনুদানপ্রাপ্ত স্কুল ইপেক্টিভ নেক্সট মডেল প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মালুমঘাট চা-বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৫০ হাজার টাকা, মাইজঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭০ হাজার টাকা, উত্তর বরইতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮৫ হাজার টাকা ও দক্ষিণ বরইতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৭০ হাজার টাকা প্রদান করা হয়।