কক্সবাজারের টেকনাফ শামলাপুর সৈকতে গোসল করতে গিয়ে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
সে বাহারছড়া ২৩ নম্বর শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেনের ছেলে মোহাম্মদ সাদেক(৮)।
জানা যায়, আজ শুক্রবার বিকাল ২ টার দিকে সাদেক তার খেলার সাথীদের নিয়ে ক্যাম্পের নিকটবর্তী শামলাপুর সৈকতে গোসল করতে নামে। পানিতে খেলার এক পর্যায়ে সাদেক জোয়ারের ঢেউয়ে ডুবে যায়। খবর পেয়ে তার স্বজনরা সৈকতে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে বিকাল ৫ টার সময় উখিয়া উপজেলার চেপটখালী সৈকতে তার মৃতদেহটি ভেসে ওঠে।
মৃত শিশু সাদেকের বাবা আলী হোসেন বলেন, আমার ছেলে সাদেক সকালে ঘর থেকে প্রতিদিনের মতো খেলতে বের হয়েছিল। কিন্তু বিকালের দিকে তার বন্ধুরা আমাকে জানায় ছেলে পানিতে ভেসে যাওয়ার খবরটি জানায়। আমিসহ স্বজনরা তাৎক্ষণিক সাগরে অনেক্ষণ খোঁজ করেও তার সন্ধান পায়নি। পরে অন্য স্থানে তার লাশ পাওয়া যায়।