গাজীপুরের বোর্ডবাজারে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) ভর্তি করা হয়েছে।
রোববার (০৮ সেপ্টেম্বর) মধ্যে রাতে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধদের উদ্ধারের কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তাৎক্ষণিক ভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।