খাগড়াছড়িতে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার সকালে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
তবে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুর রশীদ জানান, সকালে ওই অজ্ঞাত নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আমাদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান তিনি।