ক্রস ফায়ার থেকে বেঁচে গেলেন টিনু!

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ইদানিং কালে র‌্যাব বেশীর ভাগ সময়ে দাগী সন্ত্রাসীদের ধরে ক্রস ফায়ার দিলেও এবার ক্রসফায়ার থেকে বেঁচে গেলেন চকবাজার এলাকার যুবলীগ পরিচয়ধারী সন্ত্রাসী নুর মোস্তফা টিনু।

রোববার রাতে চকবাজারের কাপাসগোলা এলাকার নিজ বাসার সামনে থেকে৫ রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ  নুর মোস্তফা টিনুকে আটক করে র‌্যাব। এসময় তার আরেক সহযোগী জসিম(২৮)কেও আটক করা হয়।পরে তার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে টিনুকে নগরীর পাঁচলাইশ থানায় হস্তান্তর করে র‌্যাব। তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান, পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন।

তাকে নিয়ে রোববার রাতে চক বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। তবে আর কোন ব্যক্তিকে গ্রেফতার করা যায়নি। অভিযান চালানোর সময় রোববার রাতে টিনুকে ক্রসফায়ার দেওয়া হতে পারে বলে গুজব ছড়িয়ে পড়ে শহর জুড়ে।

কিন্তু শেষ পর্যন্ত তাকে ক্রসফায়ার দেয়নি র‌্যাব।

নগর যুবলীগের ওয়ার্ড বা থানার কোনো পদ-পদবীতে না থাকলেও নিজেকে নগর যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন নূর মোস্তফা টিনু। নগর যুবলীগের এক সিনিয়র নেতা এমন তথ্য জানিয়েছেন।

চট্টগ্রামের রাজনীতিতে তিনি সাবেক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে পরিচিত।

নগরীর চকবাজার, চট্টগ্রাম কলেজ এবং চান্দগাঁওসহ আশেপাশের এলাকায় নুর মোস্তফা টিনুর প্রভাব বলয় ও অনুসারীরা আছে।

সংগঠনটির নেতা পরিচয় দিয়ে চকবাজার এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এমনকি চকবাজার কেন্দ্রীক সব ধরণের অপরাধের সাথে তার জড়িত থাকা ও চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলজে নিজের আধিপত্য বিস্তার করতে গ্রুপিং, সংঘর্ষ এবং মারামারিতে ইন্ধন দেওয়ার অভিযোগও রয়েছে এ নেতার বিরুদ্ধে।