কোরআনের উদ্ধৃতি দিয়ে অস্ত্র বিক্রির কথা বললেন পুতিন

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজেদের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার কাছ থেকে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সৌদি তেল স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার পর সোমবার রিয়াদকে এমন পরামর্শ দেন তিনি। এসময় আত্মরক্ষার জন্য যুদ্ধ করা যায় বলে কোরআনের শিক্ষার কথা উল্লেখ করেন পুতিন।

সিরিয়ায় নিয়ে রাশিয়া-তুরস্ক-ইরান সম্মেলনের পর যৌথ সংবাদ সম্মেলনে ইয়েমেনে যুদ্ধ থেকে সরে আসতে সৌদি নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোসহ সব পক্ষের প্রতি আহ্বান জানান পুতিন।

এসময় কোরআন থেকে সুরা আল ইমরানের একটি আয়াত উল্লেখ করে বলেন, ‘আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো। তোমরা ছিলে পরস্পরের শক্র। তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন। ফলে তার অনুগ্রহ ও মেহেরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছ।’

কোরআনে আরও একটি শিক্ষার কথা উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। যাতে বলা হয়েছে, আত্মরক্ষার জন্য যুদ্ধ করা যায়।

এরপরেই হাস্যরসাত্মক সুরে তিনি বলেন, ‘আত্মরক্ষার জন্য সৌদি আরবেরও উচিত রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা, যেভাবে ইরান এবং তুরস্ক কিনেছে।’

পুতিন বলেন, নিজেদের দেশ সুরক্ষায় সৌদি আরবকে উপযুক্ত সহায়তা করতে আমরা প্রস্তুত। এক্ষেত্রে সৌদি আরবের রাজনৈতিক নেতারা একটি দূরদর্শী সিদ্ধান্ত নিলেই পারেন, যেটা ইরানি নেতারা আগে নিয়েছিলেন। সেটা হল-এস-৩০০ ক্রয় করা।

‘কিংবা তুর্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের মাধ্যমে যেটা করছেন, সেটাও তারা করতে পারেন।’

রুশ প্রেসিডেন্ট বলেন, এতে সৌদি আরবের যে কোনো স্থাপনাকে তারা সুরক্ষা দিতে পারবেন।