কাভার্ডভ্যানের ধাক্কায় রিয়াজুল ইসলাম সোহেল নামে বাংলাদেশ শিল্প ও কারিগরী সহায়তা কেন্দ্র (বিটাক) চট্টগ্রামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ড ভাটিয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজুল ইসলাম সোহেল নোয়াখালী জেলার চাটখিল থানা বদর কোর্ট বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ভাটিয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় সোহেলকে একটি কাভার্ডভ্যান ধাক্কায় দেয়। পরে তাকে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।