কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দু্ই শিশু হলো ওই গ্রামের বাসিন্দা মো. ইউসুফ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৩) ও প্রতিবেশি মো. রাসেল মিয়ার মেয়ে হালিমা আক্তার (৪)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া জানিয়েছেন, এই দুই শিশু আনুমানিক বেলা আড়াইটার সময় বাড়ির পাশে খেলা করছিল। কোনো এক ফাঁকে তারা কাপ্তাই হ্রদের পাড়ে চলে যায় এবং এক পর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়।

এদিকে অনেকক্ষণ ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা শিশু দুটিকে খুঁজতে থাকে। বেলা সাড়ে ৩টার সময় নদীর ঘাটের কাছে শিশু দুটিকে ভাসতে দেখে এলাকাবাসী।