কাপ্তাইয়ে আনসার ব্যাটালিয়নের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কাপ্তাইয়ের শীলছড়ি ১০’আনসার ব্যাটালিয়নের ৪৩’তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অধিনায়ক মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে আনসার কার্যালয়ে সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের পূর্বে সকল আনসার ব্যাটালিয়ন সদস্যরা কার্যালয় হতে শীলছড়ি বাজার পর্যন্ত এক বর্নাঢ্য শোভাযাত্রা বেরকরে। পরে ১৬ পাউন্ডের একটি কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর যাত্রা শুভসুচনা করে।

সহকারী পরিচালক রেজাউল হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর প্রধান অতিথি ছিলেন,রাঙ্গামাটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আবদুল আউয়াল।

বক্তব্য রাখেন, ৭আর-ই উপ-অধিনায়ক মেজর মো. শফিউল মোজনেবীন, ২৩’আনসার ব্যাটালিয়নে অধিনায়ক মো. মিনহাজ আরেফিনসহ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, ৬’বীর উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সৈনিকগন।