কর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চট্টগ্রাম কর্ণফুলীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ে শুরু হয়েছে।

১১ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলার শিকলবাহা কালার পোল হাজী ওমরা মিঞা চৌং বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।

উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে এতে আরো উপস্থিত ছিলেন শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, চরপাথরঘাটা ইউপি চেয়ারম্যান হাজী ছাবের আহমদ, জুলধা ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, বড় উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ সেলিম হক, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মুরাদ সহ অনেকে। খেলায় শিকলবাহা ও বড়উঠান ইউনিয়ন একাদশ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়।

বড়উঠান ১, কালারপোল ০ নকআউট পদ্ধতিতে চলমান এ টুর্নামেন্টে উপজেলার ৫টি ইউনিয়নের ৫টি দল অংশগ্রহণ করছে। ফাইনাল খেলা শেষে সেরা খেলোয়াড়দের নিয়ে গঠন করা হবে উপজেলা ফুটবল একাদশ। যারা পরবর্তীতে খেলায় অংশ গ্রহণ করবেন।