কর্ণফুলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

‘বহু ভাষায় সাক্ষরতা,উন্নত জীবনের নিশ্চয়তা’ এই স্লোগানকে সামনে রেখে কর্ণফুলী উপজেলা প্রশাসন কর্তৃক আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় কর্ণফুলী উপজেলার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।

এই সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

এই সময় বক্তরা বলেন, এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আমাদের প্রত্যাশা হোক সবার জন্য অবারিত শিক্ষার সুযোগ। পৃথিবীর প্রতিটি মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়ে হোক। শিক্ষা হোক জীবনের জন্য। সাক্ষরতা বয়ে আনুক সবার জন্য অনুপম সুখ, শান্তি ও সমৃদ্ধির সুবাতাস।

বক্তারা আরো বলেন, সাক্ষরতাকে হাতিয়ার করে দুনিয়ার সব মানুষের জীবন হয়ে উঠুক অনাবিল প্রশান্তির ঠিকানা। শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্যের এ পৃথিবীতে মানুষের জন্য আর কোনো দ্বন্ধ সংঘাত কাম্য নয়।

বিশ্বের বুক থেকে ক্ষুধা, দরিদ্রতা ও দুর্নীতি চিরতরে নিপাত যাক। ঘরে ঘরে প্রতিটি মানুষের জন্য কলম, কাগজ আর বই হোক দুর্দিনের হাতিয়ার। সাক্ষরতা হোক দক্ষ হয়ে জীবন তৈরি ও আগামির ডিজিটাল বিশ্ব গড়ে তোলার দুর্বার ও দুর্জেয় হাতিয়ার ।