কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সড়কে জীপ গাড়ি তল্লাশি করে ১০ হাজার ইয়াবাসহ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে পাটুয়ারটেক এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় একটি জীপ গাড়িও জব্দ করা হয়েছে। আটক পাচারকারীর নাম ফেরদৌস (২৫)। সে টেকনাফের উত্তর নয়াপাড়ার হাজী আশরাফ মিয়ার ছেলে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ জানান, পাটুয়ারটেক এলাকায় প্রতিদিনের মতো পুলিশের চেকপোস্টে গাড়ি তল্লাশি চালানোকালে টেকনাফ থেকে আসা কক্সবাজারমুখী জীপ গাড়িকে থামানো হয়। এরপর তল্লাশি করলে গাড়ির ভেতরে দশ হাজার ইয়াবা পাওয়া যায়। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে।