বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ দু’দিনের সফরে কক্সবাজার এসেছেন।
নূর মোহাম্মদ এমপি গতকাল বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাঁকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ।
এ সময় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সাবেক আইজিপি নুর মোহাম্মদ এমপি দু’দিনের সফর শেষে শুক্রবার ২০ সেপ্টেম্বর বিকেলে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ নিশ্চিত করেন।