কক্সবাজারে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার সদর মডেল থানা। ফাইল ছবি
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কক্সবাজার শহরের কাটা পাহাড় ও কবিতা চত্বর এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ দুইটি লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে শহরের বাহারছড়া এলাকার রিফাত (২৫) ও অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার।

তিনি বলেন, হয়তো ভোরের দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলিবিনিময়ে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।