কক্সবাজারে এনআইডি কার্ড তৈরীকালে রোহিঙ্গাসহ আটক-৪

ছবি- প্রতিনিধি
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

টাকার বিনিময়ে অবৈধভাবে জালিয়াতি করে ভোটার নিবন্ধনের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র (এনআইডি)কার্ড তৈরীকালে রোহিঙ্গাসহ ৪ দালালকে আটক করে সদর থানার পুলিশ।

শনিবার সন্ধ্যায় পূর্ব বাহারছড়ায় এ অভিযান চালানো হয়েছে।

আটককৃত দুই ব্যক্তি হলেন- শহরের নতুন বাহারছড়া এলাকার ইউসুফ আলীর পুত্র নুরুল ইসলাম ওরফে নুরু (৪২) ও একই এলাকার শহর মুল্লুকের পুত্র মোহাম্মদ ইয়াছিন (৩৭)।

পুলিশের দাবি, ওরা ২জনই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রধারী রোহিঙ্গা নাগরিক। দালাল চক্রের দুই সদস্য হলেন- আবুল কাশেমের পুত্র আবদুল্লাহ (৫৩) ও তার ভাই ওবাইদুল্লাহ (৩৭)।

ওরা দুইজনই টেকনাফের নয়াপাড়া মুছনী ক্যাম্পে রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকের বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার এসআই কাঞ্চন দাশ বলেন, এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা বাদী হয়ে থানায় লিখিত এজাহার দিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইন ও ভোটার তালিকা নিবন্ধন আইনে এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ৪ ব্যক্তিকে আদালতে সোর্পদ করা হয়েছে। এ ধরনের গর্হিত প্রতারণার কাজে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।