ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাআল্লাহ – ডা. শাহাদাত

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দেশব্যাপী দুর্বার আন্দোলন শুরু হয়েছে। বিদেশের মাটিতেও সবাই এ আন্দোলনের সাথে ঐক্যবদ্ধ। সবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাআল্লাহ।

শুক্রবার ১৩ ই সেপ্টেম্বর শারজার রাইয়ান হোটেলে বৃহত্তর চট্টগ্রাম ফোরাম সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

ফোরামের আহবায়ক শরাফত আলীর সভাপতিত্বে ও ফোরামের নেতা জসিম উদ্দীন, এস এম মোদাস্সের শাহ ও শাখাওয়াত হোসেন বকুল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের যুগ্ন আহবায়ক এম এনাম হোসেন।

এ সময় বক্তব্য রাখেন ফোরামের নেতা মাইন উদ্দীন শহীদ, সদস্য সচিব জাকির হোসেন খতিব, দিদারুল আলম, নুরুল আফসার, সরোয়ার আলম ভূট্টো, খোরশেদ আলম, তছলিম উদ্দিন চৌধুরী, মুজিবুল হক মন্জু, সেলিম উদ্দীন খান, নাছের হেজাজি, ওসমান গণি, জসিম উদ্দীন, নজরুল ইসলাম, জিয়া উদ্দীন জিয়া, সোহেল চৌধুরী প্রমুখ।