চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ বলেছেন- কধুরখীলকে একটি আধুনিক ইউনিয়ন পরিষদে রুপান্তরিত গড়তে হলে সবাইকে একযোগে নৌকার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে।
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর জলিল আম্বিয়া কলেজ হল রুমে কধুরখীল ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত বক্তব্য রাখেন।
কধুরখীল ইউ পি নির্বাচন উপলক্ষে কধুরখীল ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভা আহ্বায়ক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবু কাউছার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এস.এম সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, মোহাম্মদ শফিউল আলম, সাইদুর রহমান খোকা, নুুরুল হুদা, মনছুর আলম পাপ্পী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম, উপদেষ্টা মোহাম্মদ শফিক, মোহাম্মদ আবছার, কমান্ডার হারুন মিয়া, এস.এম জসিম উদ্দীন, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন, শেখ শহিদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীম আরা বেগম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মনি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম মিজানুর রহমান সেলিম, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, চরণদ্বীপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবর, কধুরখীল যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোনাফ মহিন, সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ১৪ অক্টোবর এ ইউনিয়ন পরিষদের নির্বাচন, এ নির্বাচনে দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আজম শেফু’র হাতে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতিক তুলে দিয়ে মনোনীত করেছেন। নৌকার সাফল্য বয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে নৌকার বিজয় সু-নিশ্চিত।