এরশাদকে গৃহপালিত বিরোধী দলীয় নেতা করেছিলেন সরকার-মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

এরশাদকে গৃহপালিত বিরোধী দলীয় নেতা করেছিলেন সরকার বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হুসেইন মুহাম্মদ এরশাদের অবৈধ ক্ষমতা দখলকে শেখ হাসিনা অতীতে সমর্থন দিয়ে সেই সময় খুশি ছিলেন।

সোমবার মহিলা দলের প্রতিষ্ঠবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার সময় একথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল আরও বলেন, এরশাদকে এই সরকার গৃহপালিত বিরোধী দলীয় নেতা করেছিলেন, এখন সেই দায়িত্ব নিয়েছেন রওশন এরশাদ।

তিনি (শেখ হাসিনা) এই এরশাদের দলকে সঙ্গে নিয়েই অতীতের মতো এই মুহুর্তেও ক্ষমতা দখল করে আছেন।