ঢাকায় বিভিন্ন ক্লাবে অভিযানের পাশাপাশি এবার চট্টগ্রামের ক্লাবগুলোতে জুয়ার আসর বন্ধ করতে অভিযান শুরু করেছে র্যাব। তারই অংশ হিসেবে র্যাব শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে নগরীর নগরীর সদরঘাট, হালিশহর ও আইস ফ্যাক্টরি রোডের মোহামেডান স্পোটিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও আবাহনী স্পোটিং ক্লাব ঘিরে অভিযান চালাচ্ছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘তিনটি ক্লাবে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে মোহামেডান ও মুক্তিযোদ্ধা ক্লাবে বেশ কিছু জুয়ার সরঞ্জাম পাওয়া গেছে। আবাহনী ক্লাব ঘিরে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান শুরু হবে। অন্য দুই ক্লাবে অভিযান এখনও অব্যাহত আছে।’
আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। অভিযান শেষে এ বিষয়ে জানানো হবে।’
বিস্তারিত আসছে….