কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ লিটন শেখ (৩২) নামে একজনকে আটক করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. শাহ আলম জানান, উপজেলার পালংখালী বাজারে দক্ষিণ প্রান্তে সেনুয়ারা ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর মাদক কারবারিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় মাদক কারবারি খুলনার সোনাডাংগা উপজেলার আ. সালাম শেখের ছেলে মো. লিটন শেখকে আটক করা হয়।
পরে আসামির হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৯ লাখ ৩৫ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আবুল মনসুর।