কক্সবাজারের উখিয়ার গয়ালমারা এলাকা থেকে এক রোহিঙ্গা সহ দুইজনকে আটক করেছে র্যাব-১৫। তাদের হাতে বহন করা শপিং ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ বুধবার বিকাল ৩ টার দিকে উখিয়া উপজেলার গয়ালমারা মসজিদের সামনে অভিযান টি পরিচালনা করা হয়েছে। এসময় আটককৃত দুই ইয়াবা কারবারি হলেন, উখিয়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. ইয়াছীন ও বান্দরবান সদর থানার বনরোপা পাড়ার নূরুল আলম।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শাহ আলম জানান, ইয়াবা কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি টিম উখিয়া গয়ালমারা এলাকায় অভিযান চালায়। সেখানে দুইজন ব্যক্তি কে সন্দেহজনক মনে হওয়ায় তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে তাদের হাতে থাকা শপিং ব্যাগের ভেতর ৯ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা।
র্যাব কর্মকর্তা শাহ আলম আরো জানান, আটককৃতদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক। আটককৃত আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।