বিক্রি করার আগেই ৯,৯৩০ ইয়াবাসহ আটক হলো আব্দুর রাজ্জাক (২০) নামের রোহিঙ্গা নাগরিক।
বৃহস্পতিবার( ১৯ সেপ্টেম্বর) বিকালে উখিয়া থাইংখালী হাকিম পাড়া রাস্তার মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে র্যাবের একটি অভিযানিক দল।
আব্দুর রাজ্জাক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং ১, ব্লক-১-২ (এ-৪) এর বাসিন্দা মীর কাশেমের ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) -১৫ এর সহকারি পুলিশ সুপার মোঃ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, উখিয়ার থাইংখালী হাকিমপাড়া রাস্তার মুখ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে অভিযান চালিয়ে রোহিঙ্গা নাগরিক আব্দুর রাজ্জাককে আটক করা হয়। তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করলে ৯,৯৩০ ইয়াবা পাওয়া যায়।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।