উখিয়ায় ৮ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

ইয়াবা কারবারী মোহাম্মদ আরিফ। ছবি- প্রতিনিধি
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে প্রায় ৮ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব- ১৫।

সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য উনচল্লিশ লাখ পঁচানব্বই হাজার টাকা বলে র‍্যাব জানিয়েছে।

আটক ব্যক্তি হলেন- মোহাম্মদ আরিফ। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প দুই এর ডি ব্লকের আবদুল মুনাফের ছেলে।

সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য আইনে মামলা করে আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব- ১৫ সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উখিয়া থানার ওসি আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।