কক্সবাজারের উখিয়া পালংখালী বাজারের স্টেশন থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ এক রোহিঙ্গাকে ধরে পুলিশে দিলেন স্থানীয় এক সাংবাদিক। শনিবার সন্ধ্যা এনাম উল্লাহ্ নামের এ রোহিঙ্গা প্রায় ১৭লাখ টাকার জাল টাকাসহ আটক করা হয়। আটককৃত ব্যাক্তি ক্যাম্প ১৯ সি ৯ ব্লকের শফিউল্লাহর ছেলে।
স্থানীয়রা জানায়, রোহিঙ্গা এনাম একটি সিএনজি করে সারাদিন এদিক সেদিক ঘুরেছে। সন্ধ্যার পর পালংখালী বাজারে এসে সিএনজি ভাড়া দিতে গিয়ে লাখ টাকার বান্ডিল থেকে একটা হাজারি নোট দেন। হাজারি নোট টা নকল সন্দেহ করে সিএনজির ড্রাইভার স্থানীয় সাংবাদিক নুরুল বশরকে ফোন করে ডেকে নিয়ে আসেন। পরে নুরুল বশর তার দেহ তল্লাশি করে প্রায় ১৭লাখ টাকার জাল নোট বের করেন।
বিষয়টি নিশ্চিত করে নুরুল বশর জানান, রোহিঙ্গা এনামকে নগদ জাল নোটসহ উখিয়া পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
নুরুল বশর আরো বলেন, এই ধরনের বেশ কয়েকটি চক্র ক্যাম্পে সক্রিয় রয়েছে। যা আইনশৃঙ্খলা বাহিনী নজর দিলে খুঁজে বের করা সম্ভব।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল মনছুর।