উখিয়ায় অর্ধকোটি টাকার ইয়াবাসহ আটক-১

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলী এলাকার কবর স্থানের সামনে অভিযান চালিয়ে ১০ হাজার ৪৮৫ পিস ইয়াবাসহ মোঃ রায়হান (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

সোমবার রাত ৯টার দিকে উখিয়ার জামতলী কবরস্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রায়হান টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যাং পাড়া এলাকার আবুল কালামের ছেলে।


র‍্যাব ১৫ উপ-পরিচালক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর পেয়ে র‍্যাবের অভিযানিক দল অভিযান পরিচালনা করলে এসময় আসামীর হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে বিক্রির মজুদ ১০ হাজার ৪৮৫ পিস ইয়াবাসহ রায়হানকে আটক করা হয়।

আটককৃত ইয়াবার বাজারমূল্য ৫২ লাখ ৪২ হাজার ৫শ টাকা।

আটক রায়হানকে ইয়াবাসহ কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান উপ-পরিচালক মেজর রবিউল ইসলাম।