সিপ্লাস ডেস্ক: জার্মানির প্রশংসা করে ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, জার্মানি যেভাবে ইউক্রেনকে সামরিক, মানবিক এবং অর্থনৈতিক সাহায্য করছে, তা প্রশংসনীয়। ইউক্রেন যুদ্ধে জার্মানি কতটা সাহায্য করছে, তা আমরা দেখতে পাচ্ছি।’
বৃহস্পতিবার বার্লিনে প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ন্যাটোপ্রধানের ভাষ্য— এ সাহায্যের জন্য দাম গুনতে হচ্ছে বিশ্বের বেসামরিক নাগরিকদের। দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী। খাবার, বিদ্যুতের দাম বাড়ছে। কিন্তু মনে রাখতে হবে, ইউক্রেনের মানুষ রক্তের বিনিময়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। যার দাম টাকার অঙ্কে গোনা যায় না।
তিনি বলেন, গোটা বিশ্ব এখন ইউক্রেনের পাশে না দাঁড়ালে ভবিষ্যতে আরও বড় সমস্যার সামনে দাঁড়াতে হবে।