সাভারে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার রাতে সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লায় এ হত্যাকাণ্ড ঘটে বলে সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান।
নিহত আব্দুল মজিদ (৩৫) ছিলেন পৌর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক। তিনি কোটবাড়ি এলাকার আব্দুল কাসেমের ছেলে।
এ ঘটনায় মজিদের সহযোগী স্বপনকে (২৪) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মজিদ কোটবাড়ি মহল্লায় তার অফিস থেকে রাত ১০টার দিকে স্বপনকে সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা হন। কিন্তু পথেই তারা আক্রান্ত হন। মজিদের মাথায় অস্ত্র ঠেকিয়ে এবং স্বপনকে পায়ে গুলি করা হয়।
এলাকার লোকজন দুজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাভার সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মিকাইল মোল্লার বাড়ি-ঘর রাতে ভাংচুর করেছে মজিদের অনুসারীরা।
মজিদ হত্যায় জড়িতদের দ্রুত গেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, “হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”