সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগ যেভাবে দেউলিয়া, সেভাবে ব্যাংকগুলোও দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সব গণলুটের টাকা আওয়ামী লীগের কাছে।’
রবিবার (৪ ডিসেম্বর) ঢাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতা করছে সরকার। শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। পেটুয়া বাহিনী দিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে। আওয়ামী লীগ জঙ্গি হয়ে গেছে। আওয়ামী লীগ গোয়েন্দা ও আমলা নির্ভর দলে পরিণত হয়েছে। সব দেশপ্রেমিক রাজনৈতিক দল নিয়ে যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করা হবে। বাংলাদেশের মানুষ অধিকার রক্ষায় একজোট হয়েছে। দেশের মানুষ জনগণের সরকার দেখতে চায়, পরিবর্তন দেখতে চায়।’
তিনি আরও বলেন, ‘২৫ হাজার টাকার জন্য কৃষক জেলে যান, কিন্তু ২৫ হাজার কোটি টাকা যারা লুট করে নিয়ে যাচ্ছেন, তাদের কিছুই করা হচ্ছে না। এখন ঝগড়া হয় নিজেদের মধ্যে। চুরি করে একজন আরেকজনেরটা ফাঁস করে দেয়। দুই মাসের মধ্যে ৩০ হাজার কোটি টাকা নিয়ে গেছে এক ব্যাংক থেকে। এভাবে প্রতিটা ব্যাংক সাফ করে দিয়েছে। বাংলাদেশকে তারা ফোকলা করে দিয়েছে, ঋণখেলাপি করে দিয়েছে।’