‘আল্লাহর পথে যাচ্ছি’ চিঠি লিখে সাতক্ষীরা শহরের এক কিশোর বাড়ি ছেড়েছে বলে দাবি করেছে তার পরিবার।
নিজের পড়ার টেবিলে চিঠিটি রেখে শুক্রবার ঘরছাড়া কিশোরকে খোঁজাখুজি করেও শনিবার দুপুর পর্যন্ত কোনো সন্ধান পায়নি পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার বাড়ি ছাড়ার বিষয়টি জানার পর পুলিশ মাঠে নামে।
কিশোরের পরিবারের সদস্যরাসহ প্রশাসন মনে করছে, জঙ্গিবাদে জড়িয়ে এমন কাজ করেছে এই ছাত্র।
তাকে উদ্ধার করা না গেলে সে বড় ধরনের নাশকতায় জড়িয়ে পড়তে পারে বলে মনে আশঙ্কা করছেন ওসি।
এই কিশোরের স্কুলের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ উদ্বেগ প্রকাশ করে বলেন, সে বরাবরই স্কুলে মেধাবী ও ভদ্র হিসেবে পরিচিত ছিল।
“শনিবার সকালে স্কুলে এসে ছাত্রটির বাবা ঘটনা জানানোর পর থেকে স্কুলের সবাই চিন্তিত।”
এক পুলিশ কনস্টেবলের সন্তান ওই কিশোরের শ্রেণি শিক্ষক মোস্তাফিজুর রহমান ও স্কুলের বন্ধুরা জানায়, সে কিছুদিন যাবত বন্ধুদের ‘আল্লাহর পথে চলার’ আহ্বান জানিয়ে আসছিল।
এ ঘটনার পর স্কুল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, “সাতক্ষীরায় জঙ্গি প্রবণতা পুরাতন খবর।
“একটি মেধাবী ছাত্র ‘আল্লাহর পথে যাচ্ছি’ চিঠি লিখে বাড়ি ছাড়ার ঘটনাটি উদ্বেগজনক।”
তিনি স্কুলে জঙ্গিবাদবিরোধী ক্যাম্পেইন করবেন বলে জানিয়ে জানিয়েছেন।