আমিরাত প্রতিনিধি: আগমীকাল ২ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ৫১ তম স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে দেশটি বৃটিশ হতে স্বাধীনতা লাভ করে।বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল ২ ডিসেম্বর পালিত হতে যাচ্ছে দিনটি। রাখা হয়েছে ২দিনের জাতীয় ছুটি।এ দিবসকে ঘিরে প্রবাসী এবং স্থানীয় অধিবাসীদের জন্য ইতিমধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা ঘোষণা করেছে দেশটির সরকার।এর মধ্যে রয়েছে বিশেষ বিবেচনায় কয়েদি মুক্তি, ফ্রী পার্কিং,জরিমানা মওকুফসহ অনেক কিছু।
এ দিকে দিবসটিকে ঘিরে দেশটির ক্রেতাদের জন্য শপিংমল, হাইপার মার্কেট এবং সুপার মার্কেট গুলোতে বিভিন্ন পণ্যের উপর চলছে ব্যাপক মূল্যছাড়।
আমিরাতের বিশাল বিশাল বাড়ি, টাওয়ার, সুউচ্চ মহল, বসত বাড়ি, সড়ক, জনপদ ও বিভিন্ন স্থাপনাগুলোকে ফিফটি ওয়ান এবং জাতীয় পতাকার রঙে দৃষ্টি নন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। স্থানীয় নাগরিকদের পাশাপাশি উৎসবের আমেজে মেতে উঠেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীরাও। দিনটব সবাই ঈদের আমেজে উদযাপনের নানা প্রস্তুতি নিয়ে রেখেছে সবাই।